সকল মেনু

মাদকের ছোবলে বিষাক্ত কোটচাঁদপুর শহর ও গ্রামের পরিবেশ

index এস,আই মল্লিক, ঝিনাইদহ: মাদকের ভয়াল ছোবলে বিষাক্ত হয়ে উঠেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শহর ও গ্রামের পরিবেশ। উঠতি বয়সের তরুণ যুবকেরা মাদকের হিং¯্র থাবায় দিনে দিনে বিপদগামী হয়ে পড়ছে। বিশ্লেষক মহল মনে করছেন, মাদক ব্যবহারের ফলে, নারী নির্যাতনসহ অসাজিক ও অপরাধমূলক কর্মকান্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পৌর শহর থেকে শুরু করে গ্রামের অলি-গতিলে ছড়িয়ে পড়ছে এ মাদক। বারবার উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে জনপ্রতিনিধিরা মাদকের বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেলেও বন্ধ হওয়ার কোন পূর্বভাস পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় উপজেলায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ ডাকাতির ঘটনাও বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনকভাবে। পাশাপাশি চরমপন্থি সন্ত্রাসীদের আনাগোনায় ভারি হয়ে উঠেছে শহর ও গ্রামের বাতাস। অপরদিকে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অনেকটাই হতাশ করছে সাধারণ জনগণকে। হাতে গোনা কয়েকটি মাদকের চালান ধরা পড়লেও এর মূল হোতারা রয়ে যাচ্ছে ধরাছোয়ার বাইরে। এদিকে ব্যবসায়ীরা নতুন নতুন কৌশলে পুরো দমে চালিয়ে যাচ্ছে মাদকের বেচাকেনা। সূত্র জানায়, পুলিশের মধ্যে মাদক বিক্রেতাদের সোর্স ও কতিপয় অসাধু পুলিশ সদস্যের কারণে পুলিশ রেট দেয়ার আগেই মাদক বিক্রেতাদের কাছে সংবাদ পৌছে যায়। খোঁজ নিয়ে জানা যায়, কোটচাঁদপুর পৌর শহর থেকে শুরু করে গোটা উপজেলাজুড়ে চলছে ফেন্সিডিল, হেরোইন, গাজা, ভাম, চরস, তাড়ি, স্প্রীট, প্যাথেডিন, ইয়াবাসহ নেশা জাতীয় ট্যাবলেট এবং যৌন উত্তেজক ট্যাবলেটের রমরমা ব্যবসা। সূত্র মতে, ব্রীজঘাট এলাকার সেলিনা, টিএন্ডটি পাড়ার কালিয়া, রিজিয়া, রশিদা, কলেজষ্ট্যান্ড পালপাড়ার নাজমা, বিহারী পাড়ায় কালার স্ত্রী, রুদ্রপুরের লালটুসহ ঋষিপাড়ার দিলিপ, ফনে এবং কাশিপুরের শাহারুন, আহারন, সেলিনা ও অসংখ্য মাদক বিক্রেতা পার্শ্ববর্তী মহেশপুর, চৌগাছা, জীবননগর থেকে গাজা হেরোইন ইয়াবাসহ অন্যান্য মদকদ্রব্য সংগ্রহ করে ছড়িয়ে দিচ্ছে উপজেলার সর্বত্র। এছাড়া শিশুদের ভয়ংকর এই মাদক ব্যবসায় ব্যবহার করা হচ্ছে বলেও সূত্র জানায়। ফলে, উপজেলা জুড়ে এভাবে মাদকের রমরমা ব্যবসা চলতে থাকলে অচিরেই যুবসমাজ ধ্বংসের দারপ্রান্তে পৌছে যাবে এমন আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। তাই মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপ নেয়া একান্ত জরুরী হয়ে পড়েছে এমন মন্তব্য করেছেন সচেতন এলাকাবাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top