সকল মেনু

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ঘোল উৎসব

unnamed সিরাজগঞ্জ প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েগেলো ঐতিহ্যবাহী ঘোল উৎসব। ঘোল একটি প্রাচীনতম বাঙ্গালীর সুস্বাদু খাবার । আর এই ঘোল খাওয়া নিয়ে  আয়োজন ঘোল উৎসবের ।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের প্রভাতি সংঘের আয়োজনে উল্লাপাড়া উপজেলার সলপ ষ্টেশন এলাকায় আয়োজন করা হয় এই ঘোল উৎসবের। ২০০৫ সাল থেকে প্রতি বছর বৈশাখ মাসের প্রথম শুক্রবার বৈশাখী উৎসব হিসেবে এই ঘোল উৎসবের আয়োজন করা হয়ে থাকে । জেলার বিভিন্ন স্থান থেকে শত শত নারী পুরুষের পাশাপাশি শিশুরাও এই ঘোল উৎসবে অংশ গ্রহন করে। এসময় তারা বাঙ্গালীর সুস্বাদু খাবার ঘোলের পাশাপাশি মুড়ি,খই মুড়কি খেয়ে আনন্দ প্রকাশ করে।

ব্রিটিশ আমল থেকে সিরাজগঞ্জের সলপে এই ঘোল বিক্রয় করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার ঘোলের সুনাম রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top