সকল মেনু

সিরাজগঞ্জে বিজিবি মহাপরিচালক

  unnamedসিরাজগঞ্জ প্রতিনিধি: বিজিবি মহা পরিচালক মেজর জেনারেল মোঃআজিজ আহমেদ বলেছেন অবরোধ প্রত্যাহার হয়েছে,হরতাল বন্ধ হয়েছে কিন্তু হরতাল অবরোধে নাশকতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে বিজিবি মাঠে থাকবে প্রয়োজনে আগামী ৬মাস বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর অভিযানের পাশাপাশি মহাসড়কে টহল দিবে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিরাজগঞ্জে মোতায়েনকৃত বিজিবি সদস্যদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন স্থানী প্রশাসনের চাহিদা অনুযায়ী বিজিবি মাঠে থাকবে তবে স্থানীয় সিভিল প্রশাসন যদি মনে করে বিজিবির সহযোগীতা প্রয়োজন নেই তবে যে কোন সময় বিজিবি প্রত্যাহার করা হবে তানাহলে সন্ত্রাস দমনে আগামী ৬ মাস বিজিবি মাঠে কাজ করবে। এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন,পুলিশ সুপার মোঃ এমরান হোসেন এবং র‌্যাব ১২ পরিচালক আব্দুল্লা আল মাহমুদসহ বিজিবির উর্দ্ধতন কর্মকতারা  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top