সকল মেনু

রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

 index রংপুর ব্যুরো: রংপুর মেডিকেল কলেজে আধিপত্য বিস্তার ও নববর্ষের অনুষ্ঠান পালন নিয়ে কলেজের মুক্তা ছাত্রাবাসে আজ বুধবার ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের আজ বুধবার বিকেল ৩ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সংঘর্ষে আহত তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. জাকির হোসেন ও হাসপাতাল ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএ কিবরিয়া জানান, মঙ্গলবার আধিপত্য বিস্তার নববর্ষ পালন নিয়ে মুক্তা হোস্টেলে ছাত্রলীগ কর্মী রফিক ও ফেরদৌস গ্র“পের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। কলেজ অধ্যক্ষ ডা. জাকির হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরই জের ধরে বুধবার সকালে আবারও ওই দুগ্র“পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ ও কলেজ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে শহীদ, আতিক, ফেরদৌস, মবিনসহ ৮ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক আহবান করে। এক ঘন্টা চলা ওই বৈঠকে সিদ্ধান্ত হয় পরিস্থিতি ন্বাভাবিক না হওয়া পর্যন্ত কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সেই সাথে আরো সিদ্ধান্ত হয় আজ বুধবার বিকেল ৩ টার মধ্যে কলেজের মুক্ত, পিন্নু, হেলিপ্যাড এবং একমাত্র মহিলা হোস্টেল শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেূশ দেওয়া হয়েছে। এদিকে, হঠাৎ করে হোস্টেল ছাড়ার নির্দেশে শিক্ষার্থীরা পড়েন বিপাকে। শিক্ষার্থী নাজমুল নাহার, শিউলী, ফরহাদ জানান, কলেজ বন্ধ এবং হল ত্যাগের মত তেমন বড় কোন ঘটনা ঘটেনি। হঠাৎ করে হল ত্যাগের নির্দেশে আমরা বিপাকে পড়েছি। এখন আমরা কোথায় গিয়ে উঠব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top