সকল মেনু

বুধবার মাঠে নামছে বিসিবি একাদশ

Sports-NRF-B20150414192656অনলাইন রিপোর্ট : সফরকারী পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বুধবার মাঠে নামছে নাসির হোসেনের বিসিবি একাদশ। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দেবেন জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন।
দারুণ ফর্মে থাকা টাইগারদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ও অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটেই দলে রয়েছেন অফ স্পিনার সাঈদ আজমল। বোলিং অ্যাকশনের ক্লিয়ারেন্স না পেলেও ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে খেলবেন ওপেনার ব্যাটসম্যান ও স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন তরুণ ক্রিকেটার আজহার আলী। প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার মিরপুর বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছে সফরকারীরা। আগের দিন বাংলাদেশ সফরে এসে আজও পাকিস্তানের পক্ষে কেউ মিডিয়ার সঙ্গে কথা বলেনি।
সকালে হোটেলে জিম সেশন সেরেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। মিরপুরে এসে অনুশীলনে নামেন আড়াইটায়। গা গরমের পর ফিল্ডিং অনুশীলনে গুরুত্ব পেয়েছে ক্যাচিং। চার ভাগে ক্যাচের অনুশীলন করেছেন আজমল-আজহাররা।
ঘরের মাঠে পাকিস্তান সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিরির ঘোষিত দুই ওয়ানডে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। পাকিস্তান সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদেস্যর দল ঘোষণা করেছে নির্বাচকরা।
বিসিবি একাদশে অধিনায়কত্ব করবেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। এছাড়া বিশ্বকাপে ব্যর্থ হওয়া ইমরুল কায়েসও রয়েছেন দলে। প্রস্তুতি ম্যাচে যায়গা পেয়েছেন স্পিনার সোহাগ গাজী। রয়েছেন দলে পেসার আল আমিন হোসেনও।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল আমিন হোসেন, নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, জুবায়ের হোসেন লিখন, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু, মুক্তার আলি ও মো:শহিদ।
ওয়ানডে দল: আজহার আলী (অধিনায়ক), সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেইল, সোয়েব মাকসুদ, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, ইহসান আলী ও সোহেইল খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top