সকল মেনু

রংপুরে বাংলা নববর্ষ পালিত

unnamed রংপুর ব্যুরো: রংপুরে বিস্তারিত কর্মসুচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। এ উপলক্ষে রংপুর সেনানিবাসের উদ্যোগে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। নিসবেতগঞ্জ ঘাঘট নদীর তীরে প্রয়াস সেনা বিনোদন পার্কে এ মেলার উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী। প্রতিবন্ধী শিশুদের কল্যানে প্রতিষ্ঠিত এ পার্কে বিভিন্ন রাইড, নৌ ভ্রমন, পুতুল নাচ, যাদুখেলাসহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ নিরাপত্তা থাকায় এ অঞ্চলের বিনোদন প্রেমী মানুষরা স্বাচ্ছন্দে মেলায় এসে বিনোদনের মাধ্যমে সময় কাটাবে। মেলাকে ঘিরে গড়ে উঠা হরেক রকমের দোকানে ভিড় করছে ক্রেতারা। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের করা ঞয়। র‌্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। এরপর পাবলিক লাইব্রেরী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top