সকল মেনু

যুক্তরাষ্ট্রের ‘প্রথম নারী প্রেসিডেন্ট’ হতে চান হিলারি

71500_hilariডেস্ক রিপোর্ট : জনপ্রিয় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি তার নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ওই ওয়েবসাইটে গতকাল প্রকাশিত এক ভিডিও-বার্তায় যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রার্থী হওয়ার লড়াইয়ে নিজের নাম ঘোষণা করেন হিলারি। তিনি বলেছেন, প্রতিদিন মার্কিনিরা একজন চ্যাম্পিয়কে চায় এবং আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই। হিলারি আনুষ্ঠানিক ওই ঘোষণায় বলেন, আমি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামছি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ২০০৮ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ পর্যায়ের রাজনীতিতে খুব অচেনা মুখ বারাক ওবামার কাছে হেরে বিদায় নেন। কিন্তু, হিলারির যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন ছিল না মার্কিনিদের মধ্যে। সফলভাবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের কারণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই তিনি নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করবেন, এমনটাই প্রত্যাশা করছিলেন হিলারি সমর্থকরা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি তার ওয়েবসাইটে প্রেসিডেন্টের লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে ভিডিও-বার্তাটি পোস্ট করেন। ওই ভিডিওতে কয়েকজন মার্কিনিকে তাদের আশা ও আকাক্সক্ষার কথা বলতে দেখা গেছে। হিলারি সাধারণ মানুষের আশা-অকাক্সক্ষার সফল বাস্তবায়ন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন। ভিডিওটির শেষ দিকে হিলারি বলেন, তাই আমি আপনাদের ভোট অর্জনে প্রতিদ্বন্দ্বিতায় নামছি। কারণ, এটা আপনাদের সময় এবং আমি আশা করি আপনারা আমার এ যাত্রায় যোগ দেবেন। এ সপ্তাহে আইওয়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন হিলারি। এদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও হিলারি ক্লিনটনের প্রার্থিতায় তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top