সকল মেনু

তথ্য কোন পণ্য নয়, তথ্যের সামাজিক দায়বদ্ধতা আছে : তথ্যমন্ত্রী

hasan_inu1428843383সচিবালয় প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘তথ্য কোন পণ্য নয়, তথ্যের সামাজিক দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা মেনে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। নারী, শিশু, দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ধর্ম, ধর্মীয় অনুভূতির প্রতি  দায়বদ্ধতা সাংবাদিকতার পবিত্র দায়িত্ব।’
রোববার সচিবালয়ে তথ্য অধিদফতরে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের (বনপা) উদ্যোগে ‘বাংলাদেশের উন্নয়নে অনলাইন গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ ও গণমাধ্যমের অধিকার রক্ষার্থে সকল অপরাধীকে আইনের খোঁয়াড়ে আনতে সরকার বদ্ধপরিকর। দুষ্কর্ম করলে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আগুন সন্ত্রাসের নেত্রী বেগম জিয়াকেও আইনের সম্মুখীন হতে হবে। কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়।’
অনলাইন নিউজপোর্টালগুলোর ওপর সরকারের সমর্থন রয়েছে জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা চাই ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন পোর্টালগুলো জীবিত থাকুক।’ অনলাইন নীতিমালা বাস্তবায়নে বিশেষজ্ঞদের সঙ্গে বসে যথাযথ পদক্ষেপ ও অনলাইন গণমাধ্যমকর্মীদের স্বীকৃতির জন্য দ্রুত নিবন্ধনের ব্যবস্থা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
গণমাধ্যমকে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম কর্মীরা ভুল করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সুতরাং গণমাধ্যমকর্মীদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে।’
তথ্যমন্ত্রী এ সময় যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের ক্ষেত্রে ‘জল্লাদের’ দায়িত্ব পালনকারীর নাম ও ফাঁসির খুঁটিনাটি প্রকাশের যৌক্তিকতা কতটুকু সে বিষয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top