সকল মেনু

মনজুরের কমলালেবু, নাছিরের হাতি

2222_61498 চট্টগ্রাম: চসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের পছন্দের প্রতিকই পেয়েছেন আ জ ম নাছির উদ্দিন ও এম মনজুর আলম। আ জ ম নাছিরের প্রতিক হচ্ছে হাতি আর এম মনজুর আলমের প্রতিক হচ্ছে কমলালেবু। আর জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সোলায়মান শেঠ ডিশ অ্যান্টেনা প্রতীক নিয়ে লড়বেন শুক্রবার সকালে প্রতিক বরাদ্ধের সময় চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিক ঘোষণা করেন রিটার্নিং অফিসার আবদুল বাতেন। তিনি বলেন, মেয়র পদে অন্য কোন প্রার্থী এই প্রতিক না চাওয়ায় এবং দুই প্রার্থীর মধ্যে সামঞ্জস্যতা না থাকায় পছন্দ অনুযায়ী এই প্রতিক বরাদ্দ দেওয়া হল। এর আগে মনোনয়নপত্রে চসিক নির্বাচনে প্রতীক হিসেবে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম কমলালেবু ও আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন হাতি প্রতীক পাওয়ার প্রস্তাব করেন। রিটার্নিং অফিসার আবদুল বাতেন এ প্রসঙ্গে ঢাকাটাইমসকে বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থী মনোনয়নপত্রে তার পছন্দনীয় প্রতীক প্রস্তাব করতে পারেন। এতে একই প্রতীক অন্য কোনো প্রার্থী প্রস্তাব করে থাকলে দুই প্রার্থীর মধ্যে প্রথমে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। সমঝোতায় পৌঁছাতে না পারলে লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়। উল্লেখ্য, গত নির্বাচনে এম মনজুর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর আ জ ম নাছির উদ্দিনের মেয়র পদে এটিই প্রথম নির্বাচন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর জন্য প্রস্তাবিত ১২টি প্রতীক হলো- কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, দেয়াল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ূর, হাতি ও মাছ । সূত্র আরো জানায়, চসিক নির্বাচনে এবার মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের পদে মোট ২৮৭ জনের প্রতীক বরাদ্দ করা হবে আজ। এরমধ্যে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিল পদে ২১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থী রয়েছেন। মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, বিএনএফর আরিফ মঈনুদ্দীন, গাজী মো. আলাউদ্দিন, ওয়াইয়াজ হোসেন ভূঁইয়া, ইসলামিক ফ্রন্টের মজিবুল হক শুক্কুর, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, সৈয়দ সাজ্জাদ জোহা, সাইফুদ্দিন আহমেদ রবি, আবুল কালাম আজাদ ও শফিউল আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top