সকল মেনু

পহেলা বৈশাখে সর্ষে ভাপা ইলিশ

indexডেস্ক রিপোর্ট : আসি আসি করে চলেই এসেছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এখন প্রায় দরজায় কড়া নাড়ছে। বাংলা নববর্ষের প্রথম এই দিনটি বাঙ্গালি জাতির জন্য উৎসব আর আনন্দের। আর এই দিনটি শুধু আন্দেরই নয় এটিকে ঘিরে চলে খাবারেরও বাহারি আয়োজন।
তবে যত আয়োজনই থাকুক না কেনো এদিন ইলিশ মাছের বিশেষ কোন পদ চাই-ই-চাই। কারণ ইলিশ মাছের কোনও পদ না থাকলে পহেলা বৈশাখ যেন অপূর্ণই থেকে যায়।
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন
আচ্ছা বলুন তো এ দিনটিতে যদি সর্ষে ভাপা ইলিশ হয় কেমন হবে? নিশ্চয়ই খুব ভালো। কারণ এদিনে এই বিশেষ খাবারটি আপনার পরিবারের খাবারের স্বাদে আনতে পারে এক মজাদার আমেজ। হ্যা, আপনাদের সঙ্গে আমরাও একমত। কিন্তু ভাবছেন কিভাবে রান্না করবেন? না পাঠক আপনাদের টেনশনের কোনও কারণ নেই আপনাদের জন্য তো অর্থসূচক পরিবার আছেই।
আসুন তাহলে অর্থসূচক পরিবারের পক্ষ থেকে জেনে নেই সর্ষে ভাপা ইলিশ রান্নার নিয়ম:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top