সকল মেনু

অভিমানি কুমির!

kumir20150408184529ফিচার ডেস্ক :অভিমান শুধু মানুষেরাই করে না, কুমিরেরাও অভিমান করতে জানে! তেমনটাই প্রমাণ করলো আমেরিকার এক কুমির। আমেরিকার দক্ষিণ পশ্চিম টেক্সাসের এক বড় পুকুরে বেশ আনন্দে ঘুরে বেড়াচ্ছিল কুমিরটি। তার থাকতে একুট বেশিই জায়গা লাগে। কারন তার ওজন ২০০ কেজি আর লম্বায় ১১ ফুট।
সেই লম্বা চওড়া কুমিরটা এখন অনশনে। কারন বড় পুকুর থেকে সরিয়ে ৪০ বছরের এই কুমিরটিকে আনা হয়েছে চিড়িয়াখানায়। কুমিরটি দেখতে বেশ ভিড় হচ্ছে। কিন্তু দীর্ঘকায় সেই কুমিরটি নতুন জায়গায় এসে কিছুই খাচ্ছে না।
চিড়িয়াখানার কর্মীরা বলছেন, প্রিয় জায়গা থেকে সরিয়ে নেয়ায় তার রাগ হয়েছে, তাই কিছু মুখে তুলছে না। পুকুর থেকে সরিয়ে নেওয়ার আসল কারণটা হল ও যেখানে থাকত সেখানে গোসল করতে যায় শিশুরা। ফলে বিপদের কথা মাথায় রেখে কুমিরটির আবাস পরিবর্তন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top