সকল মেনু

মণিরামপুরে ১০ মিনিটের ঝড়ে ১ জনের মৃত্যু

unnamedযশোর প্রতিনিধি: মঙ্গলবার রাতে ঝড়ে মণিরামপুরে ১ ব্যক্তি নিহত, ৫ হাজার পরিবারের ঘরবাড়ি তছনছ, গবাদি পশুর মৃত্যু, বিদ্যুৎ ব্যবস্থার চরম বিপর্যয়, গাছপালা ও ফসলের ক্ষতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র কয়েক মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড়ে প্রায় ১  হাজার বাড়িঘর সম্পূর্ণভাবে বিদ্ধস্থ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছেন। উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের হিসেব মতে, উপজেলার খোজালীপুর গ্রামের আব্দুর রাজ্জাক ঢালীর স্ত্রী জামেনা বেগম (৪০) ঝড়ে উড়ে আসা গাছের ডালের নিচে পড়ে মারা গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার পরিবার ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্পূর্ণভাবে বাড়ি ঘর বিদ্ধস্থ হয়েছে প্রায় ১ হাজার ঘরবাড়ি। কয়েকটি গরু, হাঁস-মুরগী, কবুতর ও অসংখ্য পাখি মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের ঝাপটা হাওয়ায় ভেঙ্গে গেছে হাজার হাজার বিভিন্ন প্রজাতীর গাছপালা। কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বোরো মৌসুমে ধানের তেমন কোন ক্ষতি না হলেও আম, কলা, লিচুসহ অন্যান্য মৌসুমী ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। এছাড়াও উপজেলার নাড়োরঘোপ মাধ্যমিক বিদ্যালয়, হেলাঞ্চী বালিকা বিদ্যালয়, খড়িঞ্চি মাধ্যমিক বিদ্যালয়, খেদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ধলীগাতি সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার শরীফ ও নজরুল ইসলাম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top