সকল মেনু

বেনাপোল থেকে ২৪০ভরি স্বর্নসহ ১ জনকে আটক করেছে বিজিবি

 unnamed যশোর প্রতিনিধি: আজ সকালে বেনাপোল নোম্যান্সল্যান্ড(শুন্যলাইন) এলাকা থেকে বিজিবি সদস্যরা ২৪০ ভরি স্বর্ন সহ নুর ইসলাম নামে এক সিএন্ডএফ এজেন্ট কর্মচারী কে আটক করেছে । আটক নুর ইসলাম বেনাপোল গাতিপাড়া গ্রামের বারর আলী শেখের ছেলে। সে বেনাপোল কাষ্টস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি এাজেন্ট মহিউদ্দিন এন্ড সন্সে’র কর্মচারী বলে বিজিবি জানায়। যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে,কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবি গোপন সুত্রে খবর পায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে একটি স্বর্নের চালান পাচার করা হচ্ছে ভারতে। এই খবরের ভিত্তিতে জিরো লাইন এলাকা থেকে আটক করা হয় নুর ইসলাম নামে এক সোনা পাচারকারীকে। তার পায়ের জুতা থেকে উদ্ধার করা হয় ১ কোটি টাকা মুল্যের ২১টি স্বর্নের বার। প্রতিদিন বেনাপোল কাষ্টম ইমিগ্রেশন ও বিজিবির চোখ গলিয়ে স্বর্ন পাচার করা হচ্ছের বলে জানায় সীমান্তের সাধারন মানুষ। এভাবে প্রতিদিন কতিপয় অসাধু সিএন্ডএফ কর্মচারীরা কাষ্টম কর্তৃপক্ষের দেওয়া পাস কার্ড দেখিয়ে ডলার হুন্ডি স্বর্ন ও হেরোইনের কারবার চালিয়ে যাচ্ছে বলে সীমান্তের একাধিক সুত্রে জানিযেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top