সকল মেনু

আজ সাঈদ খোকনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু

index18নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আজ থেকে শুরু হচ্ছে। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই মাঠে নামছেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। অন্যদিকে, দলটির মনোনীত উত্তরের মেয়রপ্রার্থী আনিসুল হক কাউন্সিল প্রার্থী নির্ধারণের পর প্রচারণায় নামবেন বলে তার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে। সাঈদ খোকন আজ সকাল ১০টায় যাত্রাবাড়ীর কুতুবখালীতে মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে তার ব্যক্তিগত সচিব হাবিবুল ইসলাম সুমন নিশ্চিত করেছেন। প্রচারণায় তার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগসহ স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক মঙ্গলবার তেমন কোনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু না করলে গণভবনে একক কাউন্সিলর প্রার্থী নির্ধারণের পর থেকেই চূড়ান্তভাবে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন বলে তার ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। নির্বাচনী আচরণবিধি-২০১০ অনুসারে, প্রতীক বরাদ্দের তিন দিন আগে থেকে প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন। সেই অনুযায়ী ১০ এপ্রিল প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত থাকায় আজ থেকে (তিন দিন আগে) আনুষ্ঠানিক প্রচরণা শুরু হবে। চলবে ২৬ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। ২৮ এপ্রিল তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top