সকল মেনু

অটোপ্রমোশনের দাবিতে রংপুরে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

ju3 রংপুর ব্যুরো: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের অটোপ্রমোশনের দাবিতে সোমবার রংপুর প্রেসক্লাব এর সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। অনার্স ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের এ সমাবেশে সভাপতিত্ব করেন, রংপুর সরকারি কলেজের রসায়ন ৩য় বর্ষের ছাত্র কাজল রায়। বিশ্বজিৎ রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের ৩য় বর্ষের সোহেল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের খাইরুল ইসলাম, কারমাইকেল কলেজের আসিফ হাসান, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক ছাত্রনেতা সাদেক হোসেন, কারমাইকেল কলেজ শাখার সহ-সভাপতি মোসলেহ উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় স্বেচ্চাচারী সিদ্ধান্তের ফলে দেশের অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবন আজ হুমকির সম্মুখীন। গত ২০১০-২০১১ শিক্ষা বর্ষের ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ন্যূনতম এক বিষয়ে উত্তীর্ণ হলেই প্রমোটেড হত। কিন্তু একই শিক্ষা বর্ষের ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না। উল্লেখ্য যে, এই শিক্ষা বর্ষের ছাত্রদের ২য় বর্ষের  মানউন্নয়ন পরীক্ষার ফরম পূরণে নিয়মিত ছাত্র হিসেবেই গৃহিত হয়েছিল। সুতারাং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এহেন সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের ফরম পূরণ চালু করার দাবি জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top