সকল মেনু

নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলার চরফ্যাশনের ৬৯ জেলে কারাগারে

images ভোলা প্রতিনিধি: নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে গত ১ মাসে ভোলার চরফ্যাশনে ৬৯ জেলে কারাগারে গেছে, জরিমানা ও কোটি টাকার জাল জব্দ করা হয়েছে। চরফ্যাশনে পুলিশ, মৎস্য বিভাগ ও নির্বাহী ম্যাজিষ্ট্রটের সমন্বয়ে যৌথ অভিযানে সেই সাথে আরও ৩০টি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ২০ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৮১টি বেহুন্দি জাল, ৫৫ লাখ টাকা মূল্যের ১ লাখ কারেন্ট জাল রয়েছে। এছাড়াও ৬৩ জন জেলের ৩২ হাজার জরিমানা ও ৭ জেলের ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়। জব্দ করা হয়েছে ১ টন জাটকা ইলিশ। ২ মার্চ থেকে ৩ এপ্রিল বিকাল পর্যন্ত এসব জাল আটক ও জেলের কারাদন্ড দেয়া হয়। চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, ইলিশের প্রজনন রক্ষায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১শ’ ৯০ কিলোমিটার এলাকায় মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য কওে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য মৎস্য বিভাগের সমন্বয়ে পুলিশ ও ম্যাজিষ্ট্রেটেটের টিম অভিযানে নামে। ইলিশ অভয়াশ্রম রক্ষায় ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সর্বমোট ১৪টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে কোটি টাকার জাল ছাড়াও জেলেদের জরিমানা ইলিশ ও ট্রলার জব্দ করা হয়। উল্লেখ্য, শুধু চরফ্যাশন নয়, ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও লালমোহন উপজেলা থেকে পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top