সকল মেনু

২৩টি হাসপাতালের বিরুদ্ধে যন্ত্রাংশ বাজারে বিক্রির অভিযোগ

newsডেস্ক রিপোর্ট : বেসরকারি হাসপাতাল বিনাশুল্কে আমদানি করেছে বিপুল মেডিকেল ইকুইপমেন্ট। শর্ত ছিল আমদানির ৬ মাসের মধ্যে যন্ত্র হাসপাতালে স্থাপন করে সরকারকে জানাবে। কিন্তু বছর গড়িয়ে গেলেও হাসপাতালগুলো কাজটি করছে না। তাই সন্দেহ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। তাদের ধারণা বিনাশুল্কে মেডিকেল ইকুইপমেন্ট আমদানি করে বাজারে বিক্রি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। শুল্ক গোয়েন্দারা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ১০টি হাসপাতালের তদন্ত হচ্ছে। বাকি ১৩টি হাসপাতালের তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার উপপরিচালক মুস্তাফিজুর রহমান। প্রথমদিকের তদন্তে রয়েছেÑ এ্যাপোলো হসপিটাল, ইউনাইটেড হাসপাতাল, জালালাবাদ রাজিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল, আদ-দ্বীন হাসপাতাল, সুমনা হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, এমএইচ শমরিতা হাসপাতাল, আলী জেনারেল হাসপাতাল। তদন্তের অপেক্ষায়Ñ ল্যাব এইড, স্কয়ার, আহসানউল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ আরো কয়েকটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top