সকল মেনু

একক সিদ্ধান্তে নির্বাচনে সাকি

জোনায়েদ-সাকিডেস্ক রিপোর্ট : গণতান্ত্রিক বামমোর্চা সিটি করপোরেশন নির্বাচন বর্জন করলেও মেয়র নির্বাচন থেকে সরে আসছেন না মোর্চার অন্যতম নেতা ও গণসংহতি সমিতির সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার সন্ধ্যায় বাম মোর্চার নির্বাচন বর্জনের ঘোষণার পর জোনায়েদ সাকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাম মোর্চায় একাধিক দল রয়েছে, কেউ এই নির্বাচনের পক্ষে মত দিয়েছেন, আবার কেউ বিপক্ষে মত দিয়েছেন। আমরা এই নির্বাচনের পক্ষে আছি। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।’
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে ‘টাকার খেলা’ প্রধান্য পাচ্ছে অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বামমোর্চার বর্তমান সমন্বয়ক মোশারেফা মিশু।
সাকি জানান, তিনি একক সিদ্ধান্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ব্যাপারে মোর্চার কিছু বলার নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top