সকল মেনু

চার জাতির সিরিজের প্রস্তাব বিসিবির কাছে

 Papon-1428069610ক্রীড়া প্রতিবেদক : চলতি বছরটি মাশরাফি-সাকিব-মুশফিকদের কাটবে চরম ব্যস্ততায়। এ মাসেই আসছে পাকিস্তান। এরপর ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। যদি কোনো অঘটন না ঘটে, তাহলে বিশ্বকাপের পর আবারও ধোনিদের মুখোমুখি হচ্ছেন টাইগাররা। এরপর আরো কয়েকটি উল্লেখযোগ্য সিরিজ এখন বাংলাদেশের সামনে। এদিকে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন শোনালেন আরো একটি সিরিজের সংবাদ। বিসিবির কাছে নাকি চার জাতির সিরিজ আয়োজনের প্রস্তাব এসেছে। বাংলাদেশ ছাড়া বাকি তিনটি দল হচ্ছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। সময়টাও অবশ্য বেশি দূরে নয়, এ বছরের নভেম্বরেই।

বৃহস্পতিবার রাতে গুলশানে নিজ কর্মস্থলে সাংবাদিকদের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চার জাতির সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আগামী নভেম্বরে এই সিরিজ খেলতে চায় ওই দেশগুলো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top