সকল মেনু

পেশোয়ারে স্কুলে হামলার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড

Pakistan-Map-lg20150403214751আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে জঙ্গি হামলায় জড়িত থাকায় ছয় জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর তালেবান জঙ্গিদের এই হামলায় নিহত ১৫০ জনের বেশিরভাগই শিশু। ওই হত্যাকাণ্ড পাকিস্তানসহ সারাবিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।
বিবিসি জানায়, ওই হত্যাকাণ্ডের ঘটনার পর বিচারে প্রথমবারের মতো এই রায় দেয়া হলো। দণ্ডিতরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
পেশোয়ার  হত্যাকাণ্ডের পর মৃত্যুদণ্ডের ওপর প্রায় সাতবছর ধরে জারি থাকা নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ তুলে নেয় পাকিস্তান সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top