সকল মেনু

শহীদ কালাম, খালেক, সুশীল ও শঙ্কর দিবস নানা আয়োজনে পালিত

index নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরে প্রথম শহীদ সুশীল, কালাম, খালেক ও শঙ্কর দিবস নানা আয়োজনে শুক্রবার পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে জনপ্রতিনিধি, রাজনীতিক ও বিভিন্ন সংগঠন শহরে একটি শোভাযাত্রা বের করে। পরে এই ৪ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনগুলো। এসময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শপথ নেন সকলে। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুল বাশার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী। মহান মুক্তিযুদ্ধের শুরুতে শত্রুর বিরুদ্ধে লড়তে গিয়ে চাঁদপুরে প্রথম শহীদ হন তৎকালিন ছাত্র ইউনিয়ন কর্মী সুশীল, কালাম, খালেক ও শঙ্কর নামে ৪ কলেজ ছাত্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top