সকল মেনু

জয়পুরহাটে অভিযান:কোটি টাকার ভারতীয় উদ্ধার

unnamed এসএস মিঠু , জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া,কয়া,হাটখোলা,চেঁচড়া ইত্যাদি সীমান্তে পৃথক অভিযানে ১কোটি ৬লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন পণ্যসামগ্রী আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবি । বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্য্যন্ত গত ২৪ঘন্টায় এ পণ্য গুলো আটক হয়।তবে এ ব্যাপারে চোরাচালানিদের কাউকে আটক হয় নি ।

জয়পুরহাটের ৩বর্ডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবি’র সহকারি পরিচালক আবু সাইদ মৃধা জানান,গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আকস্মিক  অভিযান  চালিয়ে  বৃহস্পতিবার ভোরে  জেলার সীমান্তবর্তী  পাচঁবিবি  উপজেলার  পারুল মাঠ থেকে   অর্ধকোটি  টাকারও বেশি  মূল্যের  সীমান্তের  চোরাই পথ  দিয়ে পাচার হয়ে আসা মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬২১পিস শাড়ী, ১৬০পিস  থ্রী পিচ, ৫হাজার ৩০০পিস  চশমা ও ৭৯০পিস  চশমার হ্যান্ডেল জব্দ করা  হয়েছে।

এ ছাড়া বুধবার রাতে  একই উপজেলার  আটাপাড়া,কয়া,হাটখোলা,চেঁচড়া ইত্যাদি সীমান্তে পৃথক অভিযানে আরও ৫৫লাখ ৯৬হাজার টাকা মূল্যের  বিপুল পরিমানে শাড়ী, থ্রী পিচ,চশমা,চশমার হ্যান্ডেল,জিরা,বাই-সাইকেল,মোটর সাইকেল, ষ্টিল সামগ্রী ,মদ,ফেনসিডিল,বিয়ার,যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে কেউ আটক হয়নি।জব্দকৃত ভারতীয় পণ্য গুলো দিনাজপুরের হিলি কাষ্টমসে জমা দেয়া হয়েছে।

এ দিকে অপর এক অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার  নান্দাইল দিঘীর- চক মুরইল গ্রামের আব্দুল  আলিমের বাড়ি থেকে দু’দফা পৃথক অভিযানে ৯২কেজি গাঁজা উদ্ধার  করেছে পুলিশ।তবে বাড়িন মালিক আটক হয়নি বলে জানিয়েছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top