সকল মেনু

আসামি পলাশের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা

Sagar-Runi কোর্ট রিপোটার: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নাহার হত্যা মামলায় আসামি পলাশ রুদ্র পালের জামিন বাতিল করে গ্রেফতারি পরোঢানা জারি করেছে আদালত। বুধবার মামলার ধার্য দিনে কোন কারণ ছাড়াই আদালতে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। একই সাথে আগামী ৭ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। গতকাল মামলাটির তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী তদন্ত প্রতিবেদন দাখিল না করে সময় চাওয়ায় আদালত সময় মঞ্জুর করে এ দিন ধার্য করেন । জামিন বাতিল হওয়া পলাশ রুদ্র পাল সাগর-রুনি যে বাড়িতে থাকতেন ওই বাড়ির দারোয়ান ছিলেন। সম্প্রতি হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের দেওয়া জামিনে মেয়াদ শেষ হওয়ায় নিন্ম আদালতে আত্মসমর্পনপূর্বক জামিন নেওয়ার জন্য বুধবার দিন ধার্য ছিলো।  মামলার অপর ৭ আসামি হলেন, রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন ও আবু সাঈদ। আসামিদের মধ্যে তানভির জামিনে আছেন। ২০১২ সালের বছর ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top