সকল মেনু

যবিপ্রবি’র উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত

unnamed যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবার সকালে শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করে ভিসির অনিয়ম-দুর্নীতি বন্ধসহ তার অপসারণের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করে। মানববন্ধনে ছাত্ররা অভিযোগ করেন, ভিসি ক্যাম্পসকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তিনি যবিপ্রবির ছাত্র খুনের মূল হোতা। টেন্ডার বাজসহ বিভিন্ন দুর্নীতির প্লেকার্ড নিয়ে মানববন্ধনে হাজির হয় শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top