সকল মেনু

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার- মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজি

  unnamedরংপুর ব্যুরো: সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজি বলেছেন, নতুন প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের আদর্শ নাগরিক হতে হবে। তিনি রংপুর শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ যাদুঘর চত্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১২ দিন ব্যাপী অনুষ্ঠান মালার  সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন। জিওসি বলেন, সমাজের সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে । এসময় সেনানিবাস রংপুর এরিয়া সদর দফতরের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানমালার সমাপনি অনুষ্ঠানে সেনানিবাস রংপুর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিন, রংপুর এরিয়া সদর দফতরের কর্নেল এ্যাডমিন মোঃ নেয়ামুল ইসলাম ফাতেমী, রংপুর শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ যাদুঘর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আয়োজক কমিটির সভাপতি কর্নেল মোঃ নুরুল হুদা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top