সকল মেনু

বাসাবাড়ীর লাখ লাখ টাকার সম্পদ চুরি হচ্ছে

 unnamedবেলাল উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফুলবাড়ী রেলওয়ের ষ্টেশনের ২০০ বছরের নির্মাণধীন কর্মকর্তা কর্মচারীদের বাসাবাড়ীর টিন ও অন্যান্য  সামগ্রী দিন পর দিন চুরি হয়ে যাচ্ছে। রেলওয়ের কতৃপক্ষে এ ব্যাপারে কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। ফলে লাখ লাখ টাকার সম্পদ চুরি হয়ে যাচ্ছে। এই সব বাসাবাড়ী দীর্ঘ ২০০ বছর ধরে পড়ে থাকায় বর্তমান বাসাবাড়ীগুলি বসবাসের যোগ্য নয়। এক সময় রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা বসবাস করত। তারা চলে যাওয়া পর ফুলবাড়ী রেলওয়ের ষ্টেশনের আশপাশে প্রায় ১০টি বাসাবাড়ী পড়ে রয়েছে। এখন এখানে কেউ আর বাস করেন না। বাসাবাড়ীগুলি পড়ে  থাকার কারণে এবং দেখাশুনা না থাকায় রাতের আধারে  ঘরের টিন ও অন্যান্য দামি সম্পদ চুরি হয়ে যাচ্ছে। সরকারী এই সব বাসাবাড়ীর মালমাল নিলাম দিলে বিপুল পরিমান রাজস্ব পেতেন। কিন্তু বর্তমানে এই সব বাসাবাড়ী পড়ে থাকলেও রেলওয়ের কতৃপক্ষের কোন দেখাশুনারা দায়িত্ব নাই। যারা এই সম্পদ গুলি দেখাশুনার দায়িত্বে রয়েছেন তারাও গা ঢাকা দিয়ে আছেন।  বর্তমান ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন মাস্টার এর সাথে কথা বলেন তিনি জানান সম্পদ রক্ষার দপ্তর রয়েছে। তারা এই সব সম্পদের খোজখবর রাখেন। আমি আমার দায়িত্ব পালন করছি। তবে রাতের অন্ধকারে রেলওয়ের সম্পদ চুরি হওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারাছে তা ঠিক। এতে আমি অনেক বার বাধা দিলেও পাহারা দেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ের কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকায় বাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top