সকল মেনু

রংপুরে মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করল রবি

 unnamed রংপুর ব্যুরো: রংপুর বিভাগের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধের সেবা চালু করেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। মঙ্গলবার রংপুর পর্যটন মোটেলে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপিডিবি’র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, রবির কমিউনিকেশনস ও কর্পোরেট রেসপনসিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহম্মেদ জুবায়ের আলী, ডিজিটাল সার্ভিসের হেড অব ফিন্যাস অ্যান্ড রেগুলেশন দেওয়ান নাজমুল হাসান, রংপুরের রিজিওনাল ম্যানেজার শাহেদ কামাল প্রমুখ। এসময় রংপুর পিডিবি ও রবির বিভিন্ন সেক্টরের কর্মকর্তা এবং মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রবির গ্রাহকরা তাদের নিজস্ব সংযোগ সিম ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া গ্রাহকরা রবি ক্যাশ পয়েন্ট থেকে সাশ্রয়ীমূল্যে ও নির্ভরযোগ্য উপায়ে পিডিবি’র মাসিক বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিল ব্যবস্থাপনার সাথে রবির মোবাইল পেমেন্ট পদ্ধতির সমন্বয় করা হবে। সময়ের সাথে তাল মিলিয়ে এ ব্যবস্থাপনার উন্নয়ন করবে রবি। পরে মোবাইল বিদ্যুৎ বিল ব্যবস্থাপনার ওপর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনসহ নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শেষে অতিথিদের রবির মানব পতাকার ছবি উপহার দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top