সকল মেনু

রংপুরে সুমাইয়া হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

unnamedরংপুর ব্যুরো: রংপুর  জাহেদা খাতুন গার্লস স্কুল ও কলেজের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী আয়শা ছিদ্দিকা সুমাইয়া হত্যার ১১ দিন পেরিয়ে গেলেও কোন আসামীকে গ্রেফতার না করায় মঙ্গলবার মানববন্ধর ও সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক,  শিক্ষার্থী , অভিভাবক ও এলাকাবাসি। বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাহেদা খাতুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ  জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক হাতেম আলী, প্রভাষক শহিদুল ইসলাম, শেখ সিরাজি, সালমা সিউলি, গোলাম আজম, বড়বাড়ী বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সরকার, বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলে হক, পূর্ব বড়বাড়ী রহমানিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো: নুরুল হক, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক মৌসুমী আক্তার মৌ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির দ্বিপ্তি, ১০ম শ্রেণির সাথী ও আসমা, ৯ম শ্রেণির বিপাসা ও জান্নাতুল, ৮ম শ্রেণির সুরমা ও আলো, ৭ম শ্রেণির আঁখি ও শিরিন প্রমূখ। বক্তারা বলেন, হত্যাকান্ডের ১১দিন অতিবাহিত হলেও হত্যাকারীরা এখনও ধরা-ছোয়ার বাইরে। খুনিরা গ্রেফতার না হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মহল উদ্বিগ্ন। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। গত ২০ মার্চ রাতের গভীরে রংপুর মহানগর দেওডোবা গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে আয়শা ছিদ্দিকা সুমাইয়া । সুমাইয়া জাহেদা খাতুন গার্লস স্কুল ও কলেজের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top