সকল মেনু

কুড়িগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মানব বন্ধন

 unnamedডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ জেলা শিল্পকলা একাডেমির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন, পুর্ণাঙ্গ নাট্যমঞ্চ ও আধুনিক অডিটরিয়াম নির্মাণ, দুঃস্থ সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন করেছে সাংস্কৃতিক কর্মীরা। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানব বন্ধনে অংশ নেয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল, সাংবাদিক ছানালাল বকসী, অলক সরকার, ছালেহা ইয়াছমিন লাইলী, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক জুলকার নাইন স্বপন, জ্যোতি আহমেদ, শাহানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ। বক্তারা জেলা শিল্পকলা একাডেমির বর্তমান কমিটি বাতিল করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন, পুর্ণাঙ্গ নাট্যমঞ্চ ও আধুনিক অডিটরিয়াম নির্মাণের দাবী জানান।  পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top