সকল মেনু

বেনাপোলে মদ ও ফেনসিডিলের চালান আটক

unnamedযশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সাদিপুৃর সীমান্ত এলাকা থেকে ৮৩৬ বোতল মদ ও ফেনসিডিলের একটা বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করতে পারেনি। যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার সকালে ভারত থেকে বিপুল পরিমান মাদকের চালান সীমান্ত পথে বেনাপোলে প্রবেশ করছে জানতে পারে বিজিবি। সাদিপুর ও বড়আচড়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায়। এসময় উদ্ধার করা হয় ৯টি বস্তায় থাকা ৭শ ৯৮ বোতল ফেনসিডিল ও উন্নত ব্রান্ডের ৩৮বোতর বিদেশী মদ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top