সকল মেনু

কারচুপি নাইজেরিয়ায় নির্বাচনে : শিরচ্ছেদ ৪০ জনের

timthumb.phpহটনিউজ২৪বিডি.কম,ডেস্ক : গত ২ দিনব্যাপী বিচ্ছিন্ন সহিংসতার মধ্যেই চলছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। আজ সোমবার ঘোষণা করা হবে বিজয়ীর নাম। তবে ইতিমধ্যে ভোট কারচুপির অভিযোগ এনেছে প্রধান বিরোধী দল অল প্রোগ্রেসিভ কংগ্রেস- এপিসি। এদিকে বর্নো প্রদেশসহ বেশ কিছু এলাকায় চেইন স বা যান্ত্রিক করাত দিয়ে ৪০ জনের শিরশ্ছেদ করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এছাড়া নির্বাচনী সহিংসতায় সাধারণ মানুষসহ নিহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এপিসির মুখপাত্র লাই মোহাম্মদ বলেন, দৃঢ় বিশ্বাসের সাথে বলতে চাই, সরকারি দল যেসব অঞ্চলে জয়ী হওয়ার আশা করছিল সেসব জায়গায় তারা খুব খারাপ ভাবে হারছে। সরকারের মদদ পুষ্ট কিছু অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, বিভিন্ন এলাকায় পিডিপি ২০ থেকে ২৫ শতাংশ ভোটে এগিয়ে আছে। এসব একেবারেই বানোয়াট। নাইজেরিয়ার মানুষ ২০/২২ বছরের আগের ঘটনার পুনরাবৃত্তি চায় না। অপরদিকে শনিবার নির্বাচনী সহিংসতায় পূর্বাঞ্চলীয় গোম্বে প্রদেশে এক বিরোধী নেতাসহ ৮ জন নিহতের ঘটনায় প্রেসিডেন্ট গুডলাক জনাথনের সমর্থকদের দায়ী করে বিক্ষোভ করে বহু মানুষ। নির্বাচনে ১৪ জন প্রার্থী লড়াই করলেও গুডলাক জোনাথনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারি। ১৯৯৯ সালে নাইজেরিয়ায় সামরিক শাসন অবসানের পর ১৬ বছর ধরে ক্ষমতায় রয়েছেন গুডলাক। যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন কারণে শনিবার ভোটগ্রহণ শেষ না হওয়ায় গতকাল রবিবার পর্যন্ত ভোট দেয়ার সময় বাড়ানো হয়। দ্বিতীয় দিনের ভোট গ্রহণের মধ্যেই সরকার প্রহসনের নির্বাচন করছে- এ অভিযোগ করে নাইজেরিয়ার পোর্ট হার্টকোটে জড়ো হয়ে বিক্ষোভ করে বিরোধীদল এপিসির কর্মী সমর্থকরা। সরকার ক্ষমতা ধরে রাখতে সব ধরনের দুর্নীতি করছে বলে মন্তব্য করেন তারা। এপিসির কর্মীরা বলেন, এখানে কোনো নির্বাচনই হচ্ছে না। ভোট গ্রহণের জন্য যে একদিন বাড়ানো হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। ভোট গণনাও নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া উচিৎ। আরেক কর্মী বলেন, নির্বাচন কমিশন সরকারি দলের পক্ষেই কাজ করছে। আমরা পিডিপির সাথে অবশ্যই এ ব্যাপারে আলোচনা করব। নির্বাচনের ফল ঘোষণার একদিন আগে দলীয়ভাবেও এপিসির পক্ষ থেকে নির্বাচনকে সাজানো নাটক বলে অভিযোগ করা হয়। অন্যদিকে নির্বাচনে বিভিন্ন প্রতিপক্ষের মধ্যে সহিংসতার পাশাপাশি গোম্বে ও ইনগু প্রদেশে জঙ্গি হামলার ঘটনাও ঘটেছে। জঙ্গিদের এসব হামলায় এক আইন প্রণেতাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। বোকো হারামের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা ছয় সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top