সকল মেনু

রংপুরে মানবাধিকার সংগঠনের উদ্বেগ

  unnamedরংপুর ব্যুরো: মাদকের ভয়াল থাবা গ্রাস করে চলেছে রংপুরকে। সর্বত্রই মাদক ভাসছে। মাদকাসক্ত হয়ে পড়েছে শিক্ষার্থীসহ যুব সমাজ। মাদকের ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাউটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন রংপুর। সোমবার সংগঠনের উদ্যোগে এক সভা করে নেতৃবৃন্দরা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, রংপুর সেন্ট্রাল রোডস্থ পুলিশ ফাঁড়ির ২’শ গজ সামনে হারাগাছ টেক্সি স্ট্যান্ড, সাংষ্কৃতিক অঙ্গন টাউন হল চত্ত্বর, জুম্মাপাড়া বস্তি, আলমনগর কলোনী, স্টেশন এলাকা, রবার্টসনগঞ্জ, বাসটার্মিনাল, সিওবাজার, শাপলা চত্ত্বর, ধাপ মেডিকেল মোড় এলাকা, কামারপাড়া, সুইপার কলোনী, মুন্সিপাড়া, কেরানীপাড়া, গুপ্তপাড়া, গুড়াতিপাড়াসহ সর্বত্রই দেদারসে ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। এসব মাদকের কবলে পড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ যুব সমাজ ধ্বংস হতে চলেছে। পুলিশ এসব দেখেও রহস্যসজনকভাবে না দেখার ভান করছে। এতে সমাজে বিরুপ প্রভাব পড়ছে। প্রশাসন মাঝে মধ্যে দু’একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও আইনের ফাঁক-ফোকরে তারা বেরিয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। তাই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মানবাধিকার সংগঠন। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাউটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন মহানগর কমিটির সভাপতি মোসাদ্দেক আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় গুরুত্বপর্ণ বক্তব্য রাখেন, বিভাগীয় কমিটির সদস্য সচিব মোজাক্কের হোসেন মঞ্জু, সিনিয়র যুগ্ম সম্পাদক মেরিনা লাভলী, মহানগর নেতা জিয়াউল ইসলাম জিয়া, আজিজুল ইসলাম, কামরুজ্জামান রুবেল, এ্যাড. শফিকুল ইসলাম রকু, ফরিদ আহমেদ, আব্দুল্লাহ্ আল মামুন, লিমন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top