সকল মেনু

রেলমন্ত্রী মুজিবুল হকের ভাই এ বি এম আবদুল লতিফের ইন্তেকাল

 unnamed  এস এন ইউসৃফ,হটনিউজ২৪বিডি.কম: রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির বড় ভাই সাবেক সচিব এ বি এম আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন আজ ২৯ মার্চ সকালে তার মরদেহ ধানমন্ডি লেকের পাড় থেকে উদ্ধার করেছে মহনাগর পুলিশ। জানাযায় শনিবার রাত ৯টার দিকে ধানমন্ডি বাসা থেকে লেকের পাড়ে হাঁটতে বেরিয়েছিলেন আবদুল লতিফ। রোববার পৌনে ১২টার দিকে ধানমন্ডির ২ নম্বর রোডের মাথায় বিজিবি গেইট সংলগ্ন লেকে তার মরদেহ ভাসতে দেখা যায়। প্রাথমিকভাবে আবদুল লতিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। অবসরে যাওয়ার আগে আবদুল লতিফ ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এর পূর্বে বঙ্গবন্ধুর সরকারের সময়ে তিনি মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ধানমন্ডি ৫ নম্বর রোডের বাসার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে সহকারী কমিশনার জানান।  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মুজিবুল হকদের বাড়ি। আট ভাইবোনের মধ্যে আবদুল লতিফ ছিলেন সপ্তম, আর রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক সবার ছোট। খবর পেয়ে রেলমন্ত্রী ধানমন্ডি লেকের পাড়ে এবং তার বাস ভবনে যান। শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার জানান, এই পরিবারের আট ভাইবোনের মধ্যে তিনি সপ্তম। মৃত্যু কালে আব্দুল লতিফ স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে সহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৯ মার্চ সন্ধ্যা ৭টায় রেলমন্ত্রী মোঃ মুজিবুল হকের নিজ গ্রামের বাড়ি বসুয়ারাতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top