সকল মেনু

মায়ানমারে আইপি আই’র শেষ দিনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

unnamed103-194x300 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, ইয়াংগুন, মায়ানমার থেকে: মায়ানমারের রাজধানী ইয়াংগুনে অনুষ্ঠি ইন্টারন্যাশন্যাল প্রেস ইনষ্টিটউটিটের তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোববার সকালে বেষ্ট ওয়েষ্টার্ণ হোটেলে  নারীর ক্ষমতায়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইপিআই’এর ওই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশী নাগরিক ড. মোঃ ইউনুছ। তিনি তার বক্তব্যে নারীর বিশ্বব্যাপী ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত করে বাংলাদেশ লাভবান হয়েছে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সমাজের অসহায় ও দুঃস্থ মহিলাদের ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলা হয়েছে। বাংলাদেশে এখন আর মহিলারা অবহেলিত নন। বিশ্ব বাংলাদেশকে এ ক্ষেত্রে মডেল হিসেবে গ্রহন করতে পারে। নারীদের উপর বিনিয়োগ নিরাপদ ও লাভজনক বলেও অভিমত ব্যক্ত করেন ড. ইউনুছ।     অনুষ্ঠানে আইপিআই’র চেয়ারম্যান  গ্যাডিনা সিনোরোভা,  আইপিআই’র নির্বাহী পরিচালক বারবার ট্রিওমপিসহ জাতিসংঘের মহিলা উন্নয়ন বিষয়ক দপ্তর এবং ব্র্যাকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশ্বের প্রায় ৩২ টি দেশ থেকে আসা বিশিষ্ট নারী সাংবাদিকরা এতে অংশ নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top