সকল মেনু

আফতাব উদ্দিন স্মৃতি বৃত্তি ও আজীবন সম্মাণনা

unnamedনিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম: এবছর আফতাব উদ্দিন স্মৃতি আজীবন সম্মানণা পেলেন দুই কৃতি শিক্ষক। আর বৃত্তি পেলো ১৫ শিক্ষার্থী। আফতাব উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারো শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সম্মাণনা ক্রেস্ট ও মেধাবৃত্তির অর্থ। ২৫ মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করা হয় টাঙ্গাইলের নাগরপুর মামুদনগর উচ্চ বিদ্যালয়ে।বৃত্তি ও সম্মাণনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন। উদ্বোধন করেন আফতাব উদ্দিন ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন, সহকারি কমিশনার (ভূমি) আবু সাঈদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান। সভাপতিত্ব করেন মামুদনগর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মরহুম আফতাব উদ্দিন ছিলেন নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরষ্কৃত হন। দীর্ঘ ৪৫ বছর তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সেইসঙ্গে শিক্ষক নেতা ও বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এবছর আজীবন সম্মাণনা পান যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষক রমেন্দ্র নারায়ন শীল ও লুৎফর রহমান খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top