সকল মেনু

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের ১০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

unnamed  শাহ বুলবুল,হটনিউজ২৪বিডি.কম: ‘সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ’ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ১০ বছর পূর্তি উৎসব পালন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ। গত ২৮ মার্চ কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০ বছর পূর্তি উৎসব ও বার্ষিক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, গ্রীনহার্ট কলেজের শিক্ষা উপদেষ্টা প্রফেসর আশরাফ আলী। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেনÑ বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ মি. রিয়েল দেওয়ান, সদস্য মিসেস কামনা দেওয়ান এবং ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল হাই মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অধীর চন্দ্র সরকার। অনুষ্ঠানের শেষাংশে ছিল অত্র কলেজে অধ্যয়নরত ছাত্রÑছাত্রীদের নিজস্ব পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top