সকল মেনু

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়-কোটালীপাড়ায় দশ দুর্গা পূঁজা শুরু

 unnamed  গৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক মন্দিরে দশ দুর্গা পূজা গত বুধবার সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্যদিয়ে এই পূজা শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র দাম, বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম খান ও অরুন চন্দ্র মল্লিক উপস্থিত ছিলেন। আগামী রোববার দশমী পূজায়ান্তে নীরাঞ্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে। এই পূজাকে কেন্দ্র করে এলাকায় বইছে আনন্দের বন্যা। কোটালীপাড়া ও পাশ্ববর্তী আগৈলঝাড়া, উজিরপুর,নাজিপুর রাজৈর,কালকিনি,টুঙ্গিপাড়াসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার নারী পুরুষ সমবেত হচ্ছে পূজাস্থলে। রূপমালা নামে এক পূজারিনী এই দশ দুগা পূজার আয়োজন করেছে। সরেজমিনে জানাগেছে, উপজেলার ধারাবাইশ গ্রামের গনেশ পাগল সেবাশ্রমের পূজারিনী রূপমালা ২০০৮ সালের সংসদ নির্বাচনে ধারাবাশাইল কেন্দ্রে ভোট দিতে গিয়ে জনসম্মূখে মানত করেন ‘শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হতে পারলে তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দশ দুর্গার পূজা দিবেন’।দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অর্থ সংকটের কারনে পূজার আয়োজন করতে পারেনি রূপমালা। অবশেষে নিজ নামের ৪ কাঠা জমি বিক্রি করে তিনি পুূজার আয়োজন করেন। পূজারিনী রূপমালা বলেন, আমি যখন এই পূজার কথা এলাকাবাসীর কাছে প্রকাশ করি তখন অনেকেই হাসি ঠাট্টা করেছে। কিন্তÍু  এতে আমি পিছ পা হইনি। আমার ইচ্ছা ছিল ,যে ভাবেই হোক এই পূঁজা আমি করবো। আজ এই পূজা করতে পেরে আমি আনন্দিত।রূপমালার ছেলে যতীন বৈরাগী বলেন, আমি আমার মাকে ৪ কাঠা জমি কিনে দিয়েছিলাম। মা সেই জমি বিক্রি করে পূজার আয়োজন করেছেন। এই জমি বিক্রিত টাকা দিয়ে এত বড় পূজানুষ্ঠান শেষ করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে আমাদের যে যতসামান্য জমি আছে তা বিক্রি করতে হবে। তার পরেও আমরা দুই ভাই মায়ের ইচ্ছা পূরন করবো।পাল শ্রীবাস গাইন বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমি প্রতিমা তৈরীর কাজ করি। এর আগে আমি নড়াইল ও পিরোজপুরে  নব দুর্গা প্রতিমা তৈরী করেছি। দশ দুর্গা প্রতিমা তৈরী আমার জীবনে এটাই প্রথম। এই প্রতিমার কাজ শেষ করতে আমার প্রায় দেড়মাস সময় লেগেছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার সাধারন সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ লাল দাস বলেন, দেবী দুর্গার  ১০৮টি রূপ রয়েছে। এর মধ্যে এখানে নব  দুর্গা,স্কন্দমাতা,কুশমান্ডা,চন্দ্রঘন্টা,মহাগৌরী,কাত্যায়নী,ব্রম্মচারিনী,শৈলপুত্র,সিদ্ধিদাত্রী,কালরাত্রী এই দশটি রূপের পূজা অনুষ্ঠিত হবে।
উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, কোটালীপাড়া উপজেলার অধিকাংশ জনগণ তাদের জান ও মালের চেয়ে জননেত্রী শেখ হাসিনাকে বেশী ভালবাসে। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত রূপমালা।আমরা রূপমালার এই উদ্যোগকে স্বাগত জানাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top