সকল মেনু

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 Saver-pm-newsroomfoto-1-8 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,সাভার (ঢাকা): সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৫টা ৫৭ মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেন। পরে তারা শহিদ বেদীর সামনে গিয়ে ফুল দিয়ে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল প্রদান করে গার্ড অব অনার। রাষ্টপ্রতির শ্রদ্ধা নিবেদনের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বেদীতে ফুল দিয়ে লাখো শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তারা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ৬টা ০৫ মিনিট স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেয়ার আনুষ্ঠানিকতা। পরে সাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভোর রাত থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top