সকল মেনু

ফারাবী আবারো ৫ দিনের রিমান্ডে

thedailynews498  আদালত প্রতিবেদক: রাজধানীর শেরে বাংলা নগর থানায় করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় শাফিউর রহমান ফারাবীকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. রোজাউল করিম এই আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আসামি ফারাবীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদরতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানী শেষে হাকিম রিমান্ডে নেওয়ার নেওয়ার আদেশ দিলেও তদন্ত কর্মকর্তা আসামি ফারাবিকে বুধবার রিমান্ডে না নেওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে কারাগার থেকে ফারাবিকে পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছে পুলিশ। এরআগে গত বছর আগস্ট মসে ফেস বুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কূটক্তি করার অভিযোগে এই মামলা দায়ের করে পুলিশ। রিমান্ড শুনানীর সময় রাষ্ট্র পক্ষ থেকে আদালতকে বলা হয়, আসামী ফারাবী একজন ধর্মান্ধ, কট্টরপন্থী কুশংস্কারে বিশ্বাসী ও উগ্রপন্থী জঙ্গি সংগঠনের বাংলাদেশের নেতা। সে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে জঙ্গী সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন ব্যক্তিবর্গকে হত্যা ও গুরুত্বর জখম করার নির্দেশনা প্রদান করিয়া থাকেন। এ কারনে গোয়েন্দা পুলিশ ফারাবীকে নিয়ে তার ‘সমমনা উগ্র ব্লগারদের’ ধরতে অভিযানে যেতে চায়। তাই আসামি ফারাবিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।এরআগে আসামি ফারাবিকে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে রমনা থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top