সকল মেনু

ইয়েমেনি প্রেসিডেন্ট হাদি বাড়ি ছেড়ে পালিয়ে আত্মগোপনে

HADI-1427278579  আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদি এডেনের বাড়ি থেকে পালিয়েছেন। হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে বাঁচতে তিনি পালিয়ে অজ্ঞাত স্থানে লুকিয়েছেন। রাজধানী সানা থেকে পালিয়ে বন্দর নগরী এডেনে চলে যান। এডেনকে অস্থায়ী রাজধানী ঘোষণা করে সেখান থেকে সরকার পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। কয়েক দিন আগে এডেনে তার বাড়িতে বিমান হামলা হয়।

এদিকে এডেনের কর্মকর্তা জানিয়েছেন, বুধবার হুতিদের টেলিভিশন স্টেশন থেকে প্রচার করা হয় তারা একটি বিমান ঘাঁটি দখল করেছে। এই বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সেনারা আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধেে ইয়েমেনকে সাহায্য করে।

হুতিরা বিমান ঘাঁটি দখল করে নেওয়ার কয়েক ঘণ্টা পরই বাড়ি ছেড়ে আত্মগোপনে গেলেন। এই বিমান ঘাঁটি এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। যেকোনো সময় তারা হাদির বাড়িতেও আক্রমণ চালাতে পারে, এমন আশঙ্কা থেকেই হাদি আত্মগোপনে গেছেন।

এডেনের কর্মকর্তারা এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি। তিনি কোথায় অবস্থান করছেন তা কেউ বলতে চাননি।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top