সকল মেনু

ইউনুসকে বকেয়া কর পরিশোধ করতে এনবিআরের চিঠি

  হটনিউজ ডেস্ক,ঢাকা: এবার বিশাল অংকের ব্যক্তিগত বকেয়া কর পরিশোধ করতে নোবেলজয়ী মুহাম্মদকে ইউনুসকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর। এ চিঠিতে আগামী ২৯ মার্চ রবিবার তাকে সংশ্লিষ্ট কর কমিশনারের সাথে আলোচনায় বসার জন্য অনুরোধ জানানো হয়েছে। এনবিআর’র ওই চিঠিতে জানানো হয়, বর্তমানে তার কাছে ১৩ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা কর বকেয়া রয়েছে। জানা যায়, এনবিআরের কর অঞ্চল-৬ এর ১১৪ নম্বর সার্কেল থেকে সম্প্রতি ইউনূসকে ওই চিঠি পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে জানাতে চাওয়া হলে কর অঞ্চল-৬ এর কমিশনার মেফতাহ উদ্দিন জানান, ড. ইউনূসের যে কর বকেয়া রয়েছে তা তার ব্যক্তিগত কর। তিনি বকেয়ার বিসয়ে বিস্তারিত বলতে না চাইলেও সংশ্লিষ্ট সার্কেলের এক কর্মকর্তা বলেন, দেশে বা বিদেশে বিভিন্ন সময়ে পুরস্কার বা সম্মানী বাবদ ইউনূস যে অর্থ পেয়েছেন তার ওপর এ কর ধার্য করা হয়েছে। এ কর আদায়ে গত ৩ অর্থবছর ধরে তাকে তাগাদা দিয়ে আসছে এনবিআর। কিন্তু তিনি ওই টাকার ওপর কর দিতে চান না। এনবিআর তার আবেদন নাকচ করায় তিনি আদালতেও গেছেন। এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, কর বিষয়ক যে কোনো সমস্যা সমাধানে কর কমিশনারদের পূর্ণ ক্ষমতা দেওয়া আছে। করদাতাদের সঙ্গে আলোচনা বা প্রশাসনিক পদক্ষেপ- সবই তারা নিতে পারেন। ড. ইউনূস একজন সম্মানিত করদাতা। উনার কর বিষয়ক কোনো জটিলতা থাকলে তা সমাধানের জন্য কমিশনার অবশ্যই আলোচনায় বসার অনুরোধ জানাতে পারেন। পক্ষান্তরে এ প্রসঙ্গে ইউনূস সেন্টারে যোগাযোগ করা হলে একজন কর্মী জানান, ড. ইউনূস বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এনবিআরের চিঠির বিষয়ে ইউনূস সেন্টারের পক্ষ থেকে শিগগিরই একটি বিবৃতি দেয়া হবে বলেও জানা তিনি। অবশ্য এ ঘটনাকে বিশেষ কিছু নয় বলে উল্লেখ করেন কর অঞ্চল-৬ এর কমিশনার মেফতাহ উদ্দিন। এ প্রসেঙ্গত তিনি বলেন, উনি একজন সম্মানিত করদাতা। উনার কিছু কর বকেয়া রয়েছে। এ নিয়ে উনি আদালতেও গেছেন। আমরা চাচ্ছি আলোচনা করে সমাধান করতে। সেজন্যই আলোচনায় বসার জন্য উনাকে দাওয়াত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top