সকল মেনু

যশোরে এনজিও কর্মীকে গুলি করে কিস্তির টাকা লুট

 যশোর প্রতিনিধি: দুপুর আড়াইটার দিকে যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রো ক্রেডিট কর্মী বিশ্বজিৎ পাল কে সন্ত্রাসীরা গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার এ্যাপেলা হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর বলে প্রাথমিক ভাবে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে যশোর নড়াইল সড়কের বাউলিয়া মোড়ে এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলী হাসান নামে একজনকে তাৎক্ষনিক চানপাড়া ফাঁড়ির পুলিশ আটক করেছে। সে ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মাহাবুব আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে মাইক্রো ক্রেডিট এর বিভিন্ন সদস্যদের কাছে থেকে ঋণের কিস্তির  টাকা আদায় করে বাইসাইকেল যোগে শহরের ঝুমঝুমপুর অফিসে ফিরছিলেন বিশ্বজিৎ পাল (৩৫)। পথিমধ্যে যশোর নড়াইল সড়কের বাউলিয়া মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র দূর্বৃত্ত তার গতি রোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা বিশ্বজিতের বুকে ও পায়ে অস্ত্র ঠেকিয়ে ২ রাউন্ড  গুলি করে। এর পর সন্ত্রাসীরা বিশ্বজিতের কাছে থাকা ৫৪ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ বিশ্বজিতকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃপক্ষ যোগাযোগ করে  ইমপ্রেস প্রাইভেট লিমিটেডের এয়ারএ্যাম্বুলেন্স যোগে বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্বজিৎকে ঢাকার এ্যাপোলে হাসপাতালে স্থান্তর করা হয়। এদিকে জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের পরিচালক অহিদুজ্জামান জানান, আহত বিশ্বজিত যশোর সদর উপজেলার গাবখালী গ্রামের বিকাশ মন্ডলের ছেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top