সকল মেনু

চাঁদপুর হাইমচরে জাটকা ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে জাটকা ধরা ও বিক্রিতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও হাইমচর হাসপাতালে ভর্তি করা হয়। এরা হচ্ছেন চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমদ আলী মাস্টার (৬০), মনির সরদার (৩৫), লিটন পাইক (৪০), খোকন মাতাব্বর (৩৮) ও লোকমান মাস্টার (৪২)। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের শহর আলী মোড়ে। জানা যায়,চরভৈরবীর শহর আলী মোড়ে ইউপি সদস্য রুহুল ও তাঁর ছেলে বিল্লালসহ বেশকিছু জেলে ও জাটকা বিক্রেতা মেঘনা নদীতে জাটকা ধরার পর তা নদীর পাড়ে বসে বিক্রি করছে খবর পেয়ে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমদ আলী মাস্টার তাতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১২জন আহত হয়। হাইমচর থানার এসআই কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনয় পুলিশ একটি মামলার প্রস্ততি নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top