সকল মেনু

শ্রীমঙ্গলে চারদিনব্যাপী সিসিমপুর মেলার সমাপ্তি

   সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল, ২১ মার্চ :  শ্রীমঙ্গল শহরের শেখ রাসেল শিশু উদ্যানে চারদিনব্যাপী সিসিমপুর মেলা সমাপ্ত হলো। সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ, সৃষ্টি, ম্যাক বাংলাদেশ ও এমসিডা’র উদ্যোগে আয়োজিত সিসিমপুর মেলায় গতকাল বিকাল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক। বিশেষ অতিথি শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ সাদত হোসেন ও সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভূল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্র্টির নেতা ও অনলাইন গণমাধ্যম ‘আরপি নিউজ টুয়েন্টিফোর ডটকম’এর প্রধান সম্পাদক সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বালাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক অবিনাশ আচার্য। শেখ রাসেল শিশু উদ্যানে চারদিনব্যাপী সিসিমপুর মেলায় প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন শ্যামল আচার্য। আলোচনা ও সাংকৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় এবং স্থানীয় বিভিন্ন নৃত্য বিদ্যালয়ের নৃত্য শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। বক্তাদের সবার আশা আগামীতে যেন কোন চা বাগানে বা অজ পাড়াগাঁয়ে কোন ইস্কুলে হালুম, টুটটুকি, ইকরির সাথে যেন হাত মিলাতে পারেন বিদ্যালয়ের ছেলে মেয়েরা এই প্রত্যাশা ও আয়োজকদের এত জনপ্রিয় এই অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিচ্ছন্ন, সুস্থ ও হাসিখুশি জীবনের জন্য সিসিমপুর মেলায় উপস্থিতি ও অংশগ্রহণের জন্য সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আনোয়ার হোসেন, এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম ও প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন সকলকে ধন্যবাদ জানিয়েছেন। মেলায় ছিল সিসিমপুর-এর মজার মজার সব আয়োজন। ছিল শিশুদের প্রিয় সিসিমপুর-এর হালুম, টুকটুকি, শিকু, ইকরির সরাসরি উপস্থাপনা ও তাদের সাথে কথা বলার সুযোগ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলে। উল্লে¬খ্য, গত ১৭ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: কামরুল হাসান। জনপ্রিয় সিসিমপুর ৩ থেকে ৮ বছরের শিশুদের আনন্দের সাথে শিক্ষাগ্রহণ ও তাদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থার সহযোগিতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সিসিমপুর মেলার আয়োজন করে থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top