সকল মেনু

স্বাফিচিপের তিন দাবি

 নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদ (স্বাফিচিপ) তাদের তিনটি দাবি আদায়ের লক্ষে রাজধানীতে সমাবেশ করছে। শনিবার দুপুরে জাতীয় যাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। সমাবেশের শুরুতে সংগঠনটির নেতৃবৃন্দ ফিজিওথেরাপি চিকিৎসা আরো বেগবান করার লক্ষে একটি সরকারি ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠা, কাউন্সিল গঠন ও সকল হাসপাতালে এ বিষয়ে আরো পদ তৈরি করার দাবি জানান।

স্বাফিচিপ সভাপতি ড. হারুন-অর-রশিদ জানান, দাবি তিনটি আজ সমাবেশের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রীর নিকট পেশ করবো। দেশের চিকিৎসা সেবা উন্নত করতে সরকারের উচিত এ দাবি মেনে নেওয়া। সমাবেশে ফিজিওথেরাপি চিকিৎসক নেতারা উপস্থিত আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top