সকল মেনু

নানা আয়োজনে নীলফামারীতে জাতীয় শিশু দিবস উদযাপন

 মো. আমিরুজ্জামান, নীলফামারী ১৭ মার্চ: দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ চত্তরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাড়ভোকেট মমতাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএএম রফিকুন্নবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা কমান্ডার ফজলুল হক, জাতীয় মহিলা সংস্থা নীলফামারীর চেয়ারম্যান রাবেয়া আলিম, সিপিবি সভাপতি শ্রীদাম দাস, পৌর আওয়ামীলীগ সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু বক্তব্য দেন সভায়। আলোচনা সভা শেষে নীলফামারী শিশু একাডেমি আয়োজিত চিত্রাংকন, রচনা লিখন, উপস্থিত বক্তৃতা ও গল্পবলা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মঞ্চায়ন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  এছাড়াও মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থণা অনুষ্ঠিত হয় বিভিন্ন সময়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top