সকল মেনু

রোড লাইটের সুবিধা পেল কোটালীপাড়া পৌরবাসী

  গৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন পর রোড লাইটের সুবিধা পেল গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরবাসী।গত রোববার সন্ধ্যায়  সাড়ে ১৬ কিলোমিটার রোড লাইটে পরীক্ষামুলক ভাবে পল্লী বিদ্যুত থেকে সংযোগ দেয়া হয়েছে বলে পৌরসভার অফিস সূত্রে জানাগেছে । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গুরুত্বপুর্ন ১৯ টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে কোটালীপাড়া পৌরসভায় এই কাজে বরাদ্ধ দেয়া হয়েছিল ২ কোটি ৮ লক্ষ টাকা। সাড়ে ১৬ কিলোমিটার এই প্রকল্পে ৫৫১ টি রোড লাইট (বাল্ব) স্থাপন করা হয়েছে। পৌরসভার রাস্তা দিয়ে যাতায়াতের সময় পৌরসভা  ও এর আশপাশ এলাকার প্রায় অর্ধ লক্ষাধিক জনগণ  এই রোড লাইটের সুবিধা পাচ্ছেন।  পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা কামাল বলেন, এতদিন সন্ধ্যার পরে পৌরসভার রাস্তা গুলো দিয়ে আমাদের চলাচল করতে অসুবিধা হতো। দীর্ঘদিন পর হলেও আমরা এখন থেকে রোড লাইটের সুবিধা পাবো। সন্ধ্যার পর আমাদের রাস্তা-ঘাট দিয়ে চলাচলে অসুবিধা হবে না। পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন,রোড লাইটের এই কাজটি আমরা যথাসময়ে (৩১ ডিসেম্বর,২০১৪) শেষ করেছি। এরপর পল্লী  বিদ্যুতের মিটার ও সংযোগ পেতে আড়াই মাস সময় লেগেছে। পরীক্ষামুলক ভাবে সংযোগ দেবার পরে কোন প্রকার ত্রুটি দেখা দেয়নি। পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম বলেন, গত রোববার থেকে পরীক্ষামুলক ভাবে এই রোড লাইটের সংযোগ দেয়া হয়েছে। কিন্তÍুু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এই রোড লাইট প্রকল্পের উদ্বোধন করার ইচ্ছা আমার রয়েছে। তিনি যখন সময় দিবেন তখন এই প্রকল্পটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top