সকল মেনু

জিরাবোতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

 নিজস্ব প্রতিবেদক,আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ভবন তৈরির কাজে ব্যবহৃত রেডিমিক্স গাড়ির চাপায় এক অটোরিকশা চালক মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী। সোমবার (১৬ মার্চ) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ হটনিউজ২৪বিডি.কমকে জানায়, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরোবা এলাকা থেকে দু’জন যাত্রী নিয়ে এক অটোরিকশা চালক জামগড়ায় আসার জন্য রওয়ানা দেন। বেঙ্গল প্লাস্টিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি রেডিমিক্স গাড়ি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান। গুরুতর আহত হন দুই যাত্রী। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। তবে প্রাথমিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি। এ সম্পর্কে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। তবে চালকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘাতক চালক পলাতক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top