সকল মেনু

এবার প্রস্তুত হচ্ছে টাইগাররা

 হটনিউজ ডেস্ক,ঢাকা: এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ১১তম ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রবল পরাক্রমশালী প্রতিপক্ষ ও বর্তমান চ্যাম্পিয়ান ভারতে মোকাবেলা করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে চাপমুক্ত হয়েই জয়ের জন্য মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত হচ্ছে টাইগাররা। এমনটাই বিশ্বাস টাইগার দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের। আগামী ১৯ মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে  রবিবার বিশ্রামে ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন না থাকায় হোটেলেই অলস সময় কাটান বেশিরভাগ ক্রিকেটার। হঠাৎ কেউ বাইরে এলেও তাদের চেহারায় ছিলো দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। তাই কোয়ার্টার ফাইনালের আগে গতকার সম্পূর্ণ বিশ্রাম দেয়া হয়েছিল ক্রিকেটারদের। তবে আজ সোমবার মেলবোর্নে ঘাম ঝড়ানো অনুশীলন করবেন মাশরাফির দল। তাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ায় ভারতের বিপক্ষে সম্পূর্ণ চাপমুক্ত হয়েই মাঠে নামতে পারবে বাংলাদেশ। এছাড়াও বিশ্রামের পর হালকা ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট মাশরাফির দেখা মিলবে ভারতের বিপক্ষে। এমনটাই জানালের টাইগার বহিনীর ম্যানেজার। সেইসাথে তিনি আশা করেন নিজেদের সেরাটা উজাড় করে দিলে পারলে ভারতের বিপক্ষে জয় সম্ভব। এ প্রসঙ্গে সুজন বলেন, আমরা সম্পূর্ণ চাপ ছাড়াই ক্রিকেট খেলবো কিন্তু ইন্ডিয়া অবশ্যই চাপে থাকবে। সে দিক থেকে আমাদের চাপ কম। আমরা প্রতিটি খেলাকে খেলা হিসেবে নিতে চাই এবং জিততে চাই। এদিকে আজ থেকে ৩ দিন বিরতির পর আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার শুরু হবে এবারের কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াই। আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার সিডনিতে আসরের বর্তমান রানার্সআপ ও পুল এ ৩য় কোয়ালিফাইড দল শ্রীলঙ্কার প্রতিপক্ষ পুল বি’র ২য় দল দক্ষিণ আফ্রিকা। পরের দিন শুক্রবার মেলবোর্নে পুল এ ৪র্থ কোয়ালিফাইড দল বাংলাদেশের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন ও পুল বি’র শীর্ষ দল ভারত। ২০ মার্চ শনিবার এডিলেডে ৯৯ বিশ্বকাপের ২ ফাইনালিস্ট মুখোমুখি হবে। পুল এ’র ২য় দল অস্ট্রেলিয়া খেলবে পুল বি’র ৩য় দল পাকিস্তানের বিপক্ষে। আর এবারের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি হবে ওয়েলিংটনে। আগামী রবিবার পুল এ’র শীর্ষ দল নিউজিল্যান্ডের প্রতিপক্ষ পুল বি’র ৪র্থ কোয়ালিফাইড দল ওয়েস্ট ইন্ডিজ। এর পর কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলগুলো যাবে সেমিফাইনালে। আর শীর্ষ ৪’র বাধা পেরিয়ে দুদলের খেলবে স্বপ্নের ফাইনাল। আগামী ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবারের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top