সকল মেনু

লতিফ সিদ্দিকির ৭ মামলার অভিযোগ গঠন ১৩ এপ্রিল

 আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত করে হজ, তবলিগ জামাত ও মোহাম্মদ (স:)কে  নিয়ে কটূক্তির অপরাধে  দায়ের করা সাত মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য হয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। ৭ টি মামলার ধরণ এক হওয়ায় একই আদালতে সবকটি মামলা স্থানান্তরের জন্য গত ২২ ফেব্রুয়ারি চিফ মহানগর হাকিম আদালতে আবেদন করেন লতিফ সিদ্দকীর আইনজীবী মোশাররফ হোসেন কাজল । গত ৮ মার্চ চিফ মহানগর হাকিম বিকাশ কুমার সাহা সাত মামলা এক আদালতে স্থানান্তরের আবেদন মঞ্জুর করেন। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শুনানি শেষে আগামী ১৩ এপ্রিল অভিযোগ গঠন শুনানি জন্য দিন ধার্য্য করেছন। গত ২৯ সেপ্টেম্বর নিউইয়কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে হজ, তবলিগ জামাত ও মোহাম্মদ (স:) কে  নিয়ে কটূক্তি করেন। তার ওই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্র-পত্রিকায় প্রচারিত হওয়ায় ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননার অভিযোগে ঢাকার সি এম এম আদালতে বিভিন্ন ব্যক্তি এ ৭টি মামলা দায়ের করেন। গত বছর ২৩ নভেম্বর ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। দেশে ফেরার পর পরই ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল তার গ্রেফতার দাবি করে। গত ২৬ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিরর রহমান মেডিকেল এন্ড বিশ্ববিদ্যালয়ে (বিশেষ কারাগারে) চিকিৎসাধীন আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top